Hari Hari Biphale Janama Gonainu #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ H
Song Name: Hari Hari Biphale Janama
Official Name: Dainya Bodhika Song 2 (Ista Deve Vijnapti)
Author: Narottama Dasa Thakura
Book Name: Prarthana
Language: Bengali
(১)
হরি হরি! বিফলে জনম গঙাইনু
মনুষ্য-জনম পাইয়া, রাধা-কৃষ্ণ না ভজিয়া,
জানিয়া শুনিয়া বিষ খাইনু
(২)
গোলোকের প্রেম-ধন, হরি-নাম-সঙ্কীর্ত্তন,
রতি না জন্মিল কেনে তায়
সংসার-বিষানলে, দিবা-নিশি হিয়া জ্বলে,
জুড়াইতে না কৈনু উপায়
(৩)
ব্রজেন্দ্র-নন্দন যেই, শচী-সুত হৈল সেই,
বলরাম হৈল নিতাই
দীন-হীন যত ছিল, হরি-নামে উদ্ধারিল,
তার শাক্ষী জগাই মাধাই
(৪)
হা হা প্রভু নন্দ-সুত, বৃষভানু-সুতা-যুত,
করুণা করহ এই-বার
নরোত্তম-দাস কয়, না ঠেলিহ রাঙ্গা পায়,
তোমা বিনে কে আছে আমার
UPDATED: November 7, 2015