Gopinath! Ghucao Samsara Jwala #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ G
Song Name: Gopinath Ghucao Samsara
Official Name: Upalabdhi Vijnapti Song 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Kalyana Kalpataru
Language: Bengali
LYRICS:
(১)
গোপিনাথ, ঘুচাও সংসার জ্বালা
অবিদ্যা-জাতনা, আর নাহি সহে,
জনম-মরণ-মালা
(২)
গোপীনাথ, আমি তো’ কামের দাস
বিষয়-বাসনা, জাগিছে হৃদয়ে,
ফাদিছে করম ফাস
(৩)
গোপিনাথ, কবে বা জাগিব আমি
কাম-রূপ অরি, দূরে তেয়াগিব,
হৃদয়ে স্ফুরিবে তুমি
(৪)
গোপীনাথ, আমি তো’ তোমার জন
তোমারে ছারিয়া, সংসার ভজিনু,
ভুলিয়া আপন-ধন
(৫)
গোপিনাথ, তুমি তো’ সকলি জানো
আপনার জনে, দণ্ডিয়া এখোন,
শ্রী-চরণে দেহো স্থান
(৬)
গোপীনাথ, এই কি বিচার তব
বিমুখ দেখিয়া, ছাড় নিজ-জনে,
ন কর’ করুণা-লব
(৭)
গোপীনাথ, আমি তো মূরখ অতি
কিসে ভাল হয়, কভু না বুঝিনু,
তাই হেন মম গতি
(৮)
গোপীনাথ, তুমি তো’ পণ্ডিত-বড়
মূঢের মঙ্গল, তুমি অন্বেষিবে,
এ দাসে না ভাব’ পর
UPDATED: October 5, 2015