Ghare Bose Baul Hao #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ G
Song Name: Ghare Bose Baul Hao
Official Name: Song 9
Author: Bhaktivinoda Thakura
Book Name: Baul Sangit
Language: Bengali
LYRICS:
(১)
ঘরে বসে’ বাউল হও রে মন,
ক্যান কর্বি দুষ্ট আচরণ
(২)
মনে মনে রাখ্বি বাউল-ভাব,
সঙ্গ ছাড়ি’ ধর্ম-ভাবে কর্বি বিষয় লাভ;
জীবন জাপন কর্বি, হরি-নামানন্দে সর্ব-ক্ষণ
(৩)
যত-দিন হৃদয়-শধন নয়,
ঘর ছাড়্লে পরে ‘মর্কট-বৈরাগী’ তা’রে কয়;
হৃদয়-দোষে রিপুর বশে, পদে পদে তা’র পতন
(৪)
এঁচডে-পাকা বৈরাগী যে হয়,
পরের নারী ল’য়ে পালের গদা হ’য়ে রয়;
(আবার) অর্থ-লোভে দ্বারে দ্বারে করে নীচের আরাধন
(৫)
ঘরে বসে’ পাকাও নিজের মন,
আর সকল-দিন কর হরির নাম-সঙ্কীর্তন;
তবে চাঁদ বাউলের সঙ্গে শেষে কর্বি
সংসার বিসর্জন
UPDATED: November 11, 2015