Gauranger Duti Pada #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ G
Song Name: Gaurangera Duti Pada
Official Name: Sabarana Sri Gaura Mahima Song 1
Author: Narottama Dasa Thakura
Book Name: Prarthana
Language: Bengali
LYRICS:
(১)
গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ,
সে জানে ভকতি-রস-সার
গৌরাঙ্গের মধুর-লীলা, যার কর্ণ্ণে প্রবেশিলা,
হৃদয় নির্মল ভেল তার
(২)
যে গৌরাঙ্গের নাম লয়, তার হয় প্রেমদয়,
তারে মুঞি জাই বলিহারি
গৌরাঙ্গ-গুণেতে ঝুরে, নিত্য-লীলা তারে স্ফুরে,
সে জন ভকতি-অধিকারী
(৩)
গৌরাঙ্গের সঙ্গি-গণে, নিত্য-সিদ্ধ করি’ মানে,
সে যায় ব্রজেন্দ্র-সুত-পাশ
শ্রী-গৌড-মণ্ডল-ভূমি, জেবা জানে চিন্তামণি,
তার হয় ব্রজ-ভূমে বাস
(৪)
গৌর-প্রেম-রসার্ণ্ণবে, শে তরঙ্গে জেবা ডুবে,
সে রাধা-মাধব-অন্তরঙ্গ
গৃহে বা বনেতে থাকে, ’হা গৌরাঙ্গ’ ব’লে ডাকে,
নরোত্তম মাগে তার সঙ্গ
UPDATED: October 5, 2015