Gaite Govinda Nama #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ G
Song Name: Gaite Govinda Nama
Official Name: Sri Siksastakam Song 7 Part 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
গাইতে গোবিন্দ-নাম, উপজিল ভাব-গ্রাম,
দেখিলাম যমুনার কূলে
বৃষভানু-সুতা-সঙ্গে, শ্যাম-নট-বর রঙ্গে,
বাঁশরী বাজায় নীপ-মূলে
(২)
দেখিয়া যুগল-ধন, অস্থির হইল মন,
জ্ঞান-হারা হইনু তখন
কত-ক্ষনে নাহি জানি, জ্ঞান-লভ হইল মানি,
আর নাহি ভেল দরশন
UPDATED: August 15, 2017