Gaite Gaite Nama Ki Dasa #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ G
Song Name: Gaite Gaite Nama Ki Dasa
Official Name: Sri Siksastaka Song 7
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
গাইতে গাইতে নাম কি দশা হইল
‘কৃষ্ণ-নিত্য-দাস মুই’ হৃদয়ে স্ফুরিল
(২)
জানিলাম মায়া-পাশে এ জড়-জগতে
গোবিন্দ-বিরহে দুঃখ পাই নানা-মতে
(৩)
আর যে সংসার মোর নাহি লাগে ভাল
কাহা যাই’ কৃষ্ণ হেরি-এ চিন্তা বিশাল
(৪)
কাঁদিতে কাঁদিতে মোর আঁখি-বরিশয়
বর্ষা-ধারা হেন চক্ষে হইল উদয়
(৫)
নিমেষে হইল মোর শত-যুগ-সম
গোবিন্দ-বিরহ আর সহিতে অক্ষম
(৬)
শূন্য ধরা-তল, চৌদিকে দেখিয়ে,
পরান উদাস হয়
কি করি, কি করি, স্থির নাহি হয়,
জীবন নাহিক রয়
(৭)
ব্রজ-বাসী-গণ, মোর প্রান রাখ,
দেখাও শ্রী-রাধা-নাথে
ভকতিবিনোদ, মিনতি মানিয়া,
লওহে তাঁহারে সাথে
(৮)
শ্রী-কৃষ্ণ-বিরহ আর সহিতে না পারি
পরান ছাড়িতে আর দিন দুই চারি
UPDATED: August 15, 2017