Emona Durmati #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ E
Song Name: Emona Durmati
Official Name: Dainya Song 7
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
(প্রভু হে!)
এমন দুর্মতি, সংসার ভিতরে,
পড়িয়া আছিনু আমি
তব নিজ-জন, কন মহাজনে,
পাঠাইয়া দিলে তুমি
(২)
দয়া করি’ মোরে, পতিত দেখিয়া,
কহিল আমারে গিয়া
ওহে দীন-জন, শুন ভাল কথা,
উল্লসিত হ’বে হিয়া
(৩)
তোমারে তারিতে, শ্রী-কৃষ্ণ-চৈতন্য,
নবদ্বীপে অবতার
তোমা হেন কত, দীন হীন জনে,
করিলেন ভব-পার
(৪)
বেদের প্রতিজ্ঞা, রাখিবার তরে,
রুক্ম-বর্ন বিপ্র-সুত
মহাপ্রভু নামে, নদীয়া মাতায়,
সঙ্গে ভাই অবধূত
(৫)
নন্দ-সুত যিনি, চৈতন্য গোসাই,
নিজ-নাম করি’ দান
তারিল জগত্, তুমি-ও যাইয়া,
লহ নিজ-পরিত্রাণ
(৬)
সে কথা শুনিয়া, আসিয়াছি, নাথ!
তোমার চরণ-তলে
ভকতিবিনোদ, কাঁদিয়া কাঁদিয়া,
আপন-কাহিনী বলে
UPDATED: January 20, 2017