Ekhona Bujhinu #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ E
Song Name: Ekhona Bujhinu
Official Name: Avasya Raksibe Krsna Visvasa Palana Song 1
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
এখোন বুঝিনু প্রভু! তোমার চরণ
অশোকাভয়ামৃত-পূর্ণ সর্ব-ক্ষন
(২)
সকল ছাড়িয়া তুয়া চরণ-কমলে
পড়িয়াছি আমি নাথ! তব পদ-তলে
(৩)
তব পাদ-পদ্ম নাথ! রক্ষিবে আমারে
আর রক্ষা-কর্তা নাহি এ ভব-সংসারে
(৪)
আমি তব নিত্য-দাস-জানিনু এ-বার
আমার পালন-ভার এখোন তোমার
(৫)
বড় দুঃখ পাইয়াছি স্বতন্ত্র জীবনে
দুঃখ দূরে গেল ও পদ-বরণে
(৬)
যে-পদ লাগিয়া রমা তপস্য করিলা
যে-পদ পাইয়া শিব শিবত্ব লোভিলা
(৭)
যে-পদ লভিয়া ব্রহ্মা কৃতার্থ হৈলা
যে-পদ নারদ মুনি হৃদয়ে ধরিলা
(৮)
সেই সে অভয় পদ শিরেতে ধরিয়া
পরম-আনন্দে নাচি পদ-গুন গাইয়া
(৯)
সংসার-বিপদ হ’তে অবশ্য উদ্ধার
ভকতিবিনোদ, ও-পদ করিবে তোমার
UPDATED: September 26, 2016