Ek Dina Nilacale #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ E
Song Name: Ek Dina Nilacale
Official Name: Prasad-Sevaya Song 5
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
ভাই-রে!
এক-দিন নীলাচলে, প্রসাদ-সেবন-কালে,
মহাপ্রভু শ্রী-কৃষ্ণ-চৈতন্য
বলিলেন ভক্ত-গণে, খেচরান্ন শুদ্ধ-মনে,
সেবা করি’ হও আজ ধন্য
(২)
খেচরান্ন পিঠা-পানা, অপূর্ব প্রসাদ নানা,
জগন্নাথ দিল তোমা সবে
আকন্ঠ ভোজন করি’, বল মুখে ‘হরি হরি’,
অবিদ্যা-দুরিত নাহি রবে
(৩)
জগন্নাথ-প্রসাদান্ন, বিরিঞ্চি-শম্ভুর মান্য,
খাইলে প্রেম হইবে উদয়
এমন দুর্লভ ধন, পাইয়াছ সর্ব-জন,
জয় জয় জগন্নাথ যয়
UPDATED: June 16, 2017