Doyal Nitai Caitanya #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ D
Song Name: Doyal Nitai Caitanya
Official Name: Sri Nama Kirtana Song 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
(১)
‘দয়াল নিতাই চৈতন্য’ বলে’ নাচ রে আমার মন
নাচ রে আমার মন, নাচ রে আমার মন
(২)
(এমন, দয়াল তো নাই হে, মার খেয়ে প্রেম দেয়)
(ওরে) অপরাধ দূরে যাবে, পাবে প্রেম-ধন
(ও নামে অপরাধ-বিচার তো নাই হে)
(তখন) কৃষ্ণ-নামে রুচি হ’বে, ঘুচিবে বন্ধন
(৩)
(কৃষ্ণ-নামে অনুরাগ তো হ’বে হে)
(তখন) অনায়াসে সফল হ’বে জীবের জীবন
(কৃষ্ণ-রতি বিনা জীবন তো মিছে হে)
(এসে) বৃন্দাবনে রাধা-শ্যামের প’বে দরশন
(গৌর-কৃপা হ’লে হে)
UPDATED: September 28, 2015