Dara Putra Nijo Deho #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ D
Song Name: Dara Putra Nijo Deho
Official Name: Goptritve Varana Song 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
দারা-পুত্র-নিজ-দেহ-কুটুম্ব-পালনে
সর্বদা ব্যাকুল আমি ছিনু মনে মনে
(২)
কেমনে অর্জিব অর্থ, যশ কিসে পাব
কন্যা-পুত্র-বিবাহ কেমনে সম্পাদিব
(৩)
এবে আত্ম-সমর্পনে চিন্তা নাহি আর
তুমি নির্বাহিবে প্রভু, সংসার তোমার
(৪)
তুমি তো’ পালিবে মোরে নিজ-দাস জানি’
তোমার সেবায় প্রভু বড় সুখ মানি
(৫)
তোমার ইচ্ছয় প্রভু সব কার্য হয়
জীব বলে,-‘করি আমি’, সে তো’ সত্য নয়
(৬)
জীব কি করিতে পরে, তুমি না করিলে?
আশা-মাত্র জীব করে, তব ইচ্ছা-ফলে
(৭)
নিশ্চিন্ত হৈয়া আমি সেবিব তোমায়
গৃহে ভাল-মন্দ হ’লে নাহি মোর দায়
(৮)
ভকতিবিনোদ নিজ-স্বাতন্ত্র্য ত্যজিয়া
তোমার চরণ সেবে’ অকিঞ্চন হৈয়া
UPDATED: January 6, 2017