Dana Pratigraha Mitho #

Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ D
Song Name: Dana Pratigraha Mitho
Official Name: Bhajana Lalasa Song 4
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
হরি হে!
দান, প্রতিগ্রহ, মিথ গুপ্ত-কথা,
ভক্ষন, ভোজন-দান
সঙ্গের লক্ষন, এই ছয় হয়,
ইহাতে ভক্তির প্রান
(২)
তত্ত্ব না বুঝিয়ে, জ্ঞানে বা অজ্ঞানে,
অসতে এ সব করি’
ভক্তি হারাইনু, সংসারী হৈনু,
সুদূরে রহিলে হরি
(৩)
কৃষ্ণ-ভক্ত-জনে, এই সঙ্গ-লক্ষনে,
আদর করিব যবে
ভক্তি-মহা-দেবী, আমার হৃদয়-
আসনে বসিবে তবে
(৪)
যোষিত-সঙ্গী-জন, কৃষ্ণাভক্ত আর,
দুঙ্হু-সঙ্গ-পরিহরি’
তব ভক্ত-জন- সঙ্গ অনুক্ষন,
কবে বা হৈবে হরি!
UPDATED: January 5, 2017