Bhuliya Tomare #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ B
Song Name: Bhuliya Tomare
Official Name: Dainya Song 1
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
(১)
ভুলিয়া তোমারে, সংসারে আসিয়া,
পেয়ে নানাবিধ ব্যথা
তোমার চরণে, আসিয়াছি আমি,
বলিব দুঃখের কথা
(২)
জননী-জঠরে, ছিলাম যখন,
বিষম বন্ধনপাশে
একবার প্রভু! দেখা দিয়া মোরে,
বঞ্চিলে এ দীন দাসে
(৩)
তখন ভাবিনু, জনম পাইয়া,
করিব ভজন তব
জনম হৈল, পড়ি’ মায়া-জালে,
না হৈল জ্ঞান লব
(৪)
আদরের ছেলে, স্বজনের কোলে,
হাসিয়া কাটানু কাল
জনক-জননী-স্নেহেতে ভুলিয়া,
সংসার লাগিল ভাল
(৫)
ক্রমে দিন দিন, বালক হৈয়া,
খেলিনু বালক-সহ
আর কিছু দিনে, জ্ঞান উপজিল,
পাঠ পড়ি অহরহঃ
(৬)
বিদ্যার গৌরবে, ভ্রমি’ দেশে দেশে,
ধন উপার্জন করি
স্বজন পালন, করি একমনে,
ভুলিনু তোমারে, হরি!
(৭)
বার্ধক্যে এখন, ভকতিবিনোদ,
কাঁদিয়া কাতর অতি
না ভজিয়া তোরে, দিন বৃথা গেল,
এখন কি হবে গতি?
UPDATED: December 9, 2015