Bhavo Na Bhavo Na #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ B
Song Name: Bhavo Na Bhavo Na
Official Name: Bhajana-Gita Song 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
ভাবো না ভাবো না, মন, তুমি অতি দুষ্ট
(বিষয়-বিষে আছো হে)
কাম-ক্রোধ-লোভ-মোহ-মদাদি-আবিষ্ট
(রিপুর বশে আছো হে)
(২)
অসদ-বার্তা-ভুক্তি-মুক্তি-পিপাসা-আকৃষ্ট
(অসত-কথা ভাল লাগে হে)
প্রতিষ্ঠাশা-কুটিনাটি-শঠতাদি-পিষ্ট
(সরল তো’ হ’লে না হে)
ঘিরেছে তোমারে, ভাই, এ সব অরিষ্ট
(এ সব তো’ শত্রু হে)
(৩)
এ সব না ছেড়ে’ কিসে পা’বে রাধা-কৃষ্ণ
(যতনে ছাড়, ছাড় হে)
সাধু-সঙ্গ বিনা আর কোথা তব ইষ্ট
(সাধু-সঙ্গ কর, কর হে)
বৈষ্ণব-চরণে মজ, ঘুচিবে অনিষ্ট
(এক-বার ভেবে’ দেখো হে)
UPDATED: August 3, 2017