Bhale Gaura Gadadharer Arati #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ B
Song Name: Bhale Gaura Gadadharer Arati
Official Name: Sri Surabhi Kunjer Gaura Gadadhara Aratik (Arati-Kirtan Song 1)
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
ভালে গোরা-গদাধরের আরতি নেহারি
নদীয়া-পূরব-ভাবে যাঁউ বলিহারী
(২)
কল্পতরু-তলে রত্ন-সিংহাসনোপরি
সবু সখী-বেষ্টিত কিশোর-কিশোরী
(৩)
পুরট-জড়িত কত মণি-গজমতি
ঝমকি’ ঝমকি’ লভে প্রতি-অঙ্গ-জ্যোতিঃ
(৪)
নীল নীরদ লাগি’ বিদ্যুত-মালা
দুহুঁ অঙ্গ মিলি’ শোভা ভুবন-উজালা
(৫)
শঙ্খ বাজে, ঘন্টা বাজে, বাজে করতাল
মধুর মৃদঙ্গ বাজে পরম রসাল
(৬)
বিশাখাদি সখী-বৃন্দ দুহুঁ গুন গাওয়ে
প্রিয়-নর্ম-সখী-গণ চামর ধুলাওয়ে
(৭)
অনঙ্গ মঞ্জরী চুয়া-চন্দন দেওয়ে
মালতীর মালা রূপ মঞ্জরী লাগাওয়ে
(৮)
পঞ্চ-প্রদীপে ধরি’ কর্পূর-বাতি
ললিতা-সুন্দরী করে যুগল-আরতি
(৯)
দেবী-লক্ষ্মী-শ্রুতি-গণ ধরণী লোটাওয়ে
গোপী-জন-অধিকার রওয়ত গাওয়ে
(১০)
ভকতিবিনোদ রহি’ সুরভীকি কুঞ্জে
আরতি-দরশনে প্রেম-সুখ ভুঞ্জে
UPDATED: June 14, 2017