Skip to main content

Bhaja Re Bhaja Re Amar

·133 words·1 min
kksongs
Author
kksongs
Un-official KKsongs

Bhaja Re Bhaja Re Amar
#

http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org

Home Song Lyrics B

Song Name: Bhaja Re Bhaja Re Amar

Official Name: Bhajan Gita Song 1

Author: Bhaktivinoda Thakura

Book Name: Gitavali

Language: Bengali

LYRICS:

(১)

ভজ রে ভজ রে আমার মন অতি মন্দ

(ভজন বিনা গতি নাই রে)

(ভজ) ব্রজ-বনে রাধা-কৃষ্ণ-চরণারবিন্দ

(জ্ঞান-কর্ম পরিহরি’ রে)

(ভজ) (ব্রজ-বনে রাধা-কৃষ্ণ)

(২)

(ভজ) গৌর-গদাধরাদ্বৈত গুরু-নিত্যানন্দ

(গৌর-কৃষ্ণএ অভেদ জেনে’ রে)

(গুরু কৃষ্ণ-প্রেষ্ঠ জেনে’ রে)

(স্মর) শ্রীনিবাস, হরিদাস, মুরারি, মুকুন্দ

(গৌর-প্রেমে স্মর, স্মর রে)

(স্মর) (শ্রীনিবাস হরিদাসে)

(৩)

(স্মর) রূপ-সনাতন-জীব-রঘুনাথ-দ্বন্দ্ব

(কৃষ্ণ-ভজন যদি করবে রে)

(রূপ-সনাতনে স্মর)

(স্মর) রাঘব-গোপাল-ভট্ট স্বরূপ-রামানন্দ

(কৃষ্ণ-প্রেম যদি চাও রে)

(স্বরূপ-রামানন্দে স্মর)

(৪)

(স্মর) গোষ্ঠি-সহ কর্ণপূর, সেন শিবানন্দ

(অজস্র স্মর, স্মর রে)

(গোষ্ঠি-সহ কর্নপূরে)

(স্মর) রূপানুগ সাধু-জন ভজন-আনন্দ

(ব্রজে বাস যদি চাও রে)

(রূপানুগ সাধু স্মর)

UPDATED: August 3, 2017