Bastutoh Sakali Tava #

Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ B
Song Name: Bastutoh Sakali Tava
Official Name: Atma Nivedana Song 6
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
বস্তুতঃ সকলি তব, জীব কেহ নয়
‘অহম’-‘মম’-ভ্রমে ভ্রমি’ ভোগে শোক-ভয়
(২)
অহং-মম-অভিমান এই-মাত্র ধন
বদ্ধ-জীব নিজ বলি’ জানে মনে মন
(৩)
সেই অভিমানে আমি সংসারে পড়িয়া
হাবুডুবু খাই ভব-সিন্ধু সাঁতারিয়া
(৪)
তোমার অভয়-পদে লৈয়া শরণ
আজি আমি করিলাম আত্ম-নিবেদন
(৫)
‘অহং’-‘মম’-অভিমান ছাড়িল আমায়
আর যেন মম হৃদে স্তান নাহি পায়
(৬)
এই মাত্র বল প্রভু! দিবে হে আমারে
অহংতা-মমতা দূরে পারি রাখিবারে
(৭)
আত্ম-নিবেদন-ভাব হৃদে দৃঢ় রয়
হস্তি-স্নান সম যেন খনিক না হয়
(৮)
ভকতিবিনোদ প্রভু নিত্যানন্দ পায়
মাগে পরসাদ, জাহে অভিমান যায়
UPDATED: January 6, 2017