Bandhu Gan Sunoha Vacana #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ B
Song Name: Bandhu Gan Sunoha Vacana
Official Name: Sri Siksastaka Song 8
Author: Bhaktivinoda Thakura
Book Name: Gitavali
Language: Bengali
LYRICS:
(১)
বন্ধু-গণ! শুনহ বচন মোর
ভাবেতে বিভোর, থাকিয়ে যখন,
দেখা দেয় চিত্ত-চোর
(২)
বিচক্ষন করি’, দেখিতে চাহিলে,
হয় আঁখি-অগোচর
পুনঃ নাহি দেখি’, কাঁদয়ে পরাণ,
দুঃখের নাহি থাকে ওর
(৩)
জগতের বন্ধু সেই কভু মোরে লয় সাথ
যথা তথা রখু মোরে আমার সেই প্রাণ-নাথ
(৪)
দর্শন-আনন্দ-দানে, সুখ দেয় মোর প্রাণে,
বলে মোরে প্রনয়-বচন
পুনঃ অদর্শন দিয়া, দগ্ধ করে মোর হিয়া,
প্রাণে মোর মারে প্রাণ-ধন
(৫)
যাহে তা’র সুখ হয়, সেই সুখ মম
নিজ সুখে-দুঃখে মোর সর্বদা-ই সম
(৬)
ভকতিবিনোদ, সংযোগে, বিযোগে,
তাহে জানে প্রাণেশ্বর
তা’র সুখে সুখী, সেই প্রাণ-নাথ,
সে কভু না হয় পর
UPDATED: August 15, 2017