Balavan Vairagi Thakura #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ B
Song Name: Balavan Vairagi Thakura
Official Name: Song 10
Author: Bhaktivinoda Thakura
Book Name: Baul Sangit
Language: Bengali
LYRICS:
(১)
বলবান বৈরাগী ঠাকুর, কিন্তু গৃহীর মধ্যে বাহাদুর
আবার কপনি পড়ে’, মালা ধরে’, বহেন সেবা-দাসীর ধূর
(২)
অচ্যুত-গোত্র-অভিমানে, ভিক্ষা করেন সর্ব-স্থানে,
টাকা-পয়সা গণি’ ধ্যানে ধারণা প্রচুর
করি’ চুট্কী ভিক্ষা, করেন শিক্ষা,
বণিগ-বৃত্তি পিণ্ডীশূর
(৩)
বলে তা’রে বাউল-চাঁদ, এটা তোমার গলার ফাঁদ,
জীবের এই অপরাধ শীঘ্র কর দূর
যজি’ গৃহীর ধর্ম, সু-স্বধর্ম,
শুদ্ধ কর অন্তঃপুর
(৪)
ন্যাসী-মান-আশা ত্যজি’, দীন-ভাবে কৃষ্ণ ভজি’,
স্বভাব-গত ধর্ম যজি’, নাশ’ দোষাঙ্কুর;
তবে কৃষ্ণ পা’বে, দুঃখ জা’বে
হ’বে তুমি সু-চতুর
UPDATED: November 11, 2015