Arthera Sancaye #

Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ A
Song Name: Arthera Sancaye
Official Name: Bhajana Lalasa Song 2
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
হরি হে!
অর্থের সঞ্চয়ে, বিষয়-প্রয়াসে,
আন-কথা-প্রজল্পনে
আন-অধিকার, নিয়ম আগ্রহে,
অসত-সঙ্গ-সংঘটনে
(২)
অস্থির সিদ্ধান্তে, রহিনু মজিয়া,
হরি-ভক্তি রৈল দূরে
এ হৃদয়ে মাত্র, পর-হিংসা, মদ,
প্রতিষ্ঠা, শঠতা স্ফুরে
(৩)
এ সব আগ্রহ, ছাডিতে নারিনু,
আপন দোষতে মরি
জনম বিফল, হৈল আমার,
এখন কি করি, হরি!
(৪)
আমি তো’ পতিত, পতিত-পাবন,
তোমার পবিত্র নাম
সে সম্বন্ধ ধরি’, তোমার চরণে,
শরণ লৈনু হাম
UPDATED: January 5, 2017