Skip to main content

Ana Katha Ana Vyatha

·224 words·2 mins
kksongs
Author
kksongs
Un-official KKsongs

Ana Katha Ana Vyatha
#

http://kksongs.org/image_files/image002.jpg

Krsna Kirtana Songs est. 2001                                                                                                                                                 www.kksongs.org

Home Song Lyrics A

Song Name: Ana Katha Ana Vyatha

Official Name: Song 4

Author: Narottama Dasa Thakura

Book Name: Prema Bhakti Candrika

Language: Bengali

LYRICS:

(১)

আন কথা আন ব্যথা, নাহি যেন যাই তথা,

তোমার চরণ স্মৃতি সাজে

অবিরত অবিরল, তুয়া গুণ কল কল,

গাই যেন সতের সমাজে

(২)

অন্য ব্রত অন্য দান, নাহি কর বস্তু জ্ঞান,

অন্য সেবা অন্য দেব পূজা

হা হা কৃষ্ণ! বলি বলি, বেডাব আনন্দ করি,

মনে আর নাহি যেন দুজা

(৩)

জীবনে মরণে গতি, রাধা-কৃষ্ণ প্রাণপতি,

দোঁহার পিরীতি রস সুখে

যুগল সঙ্গতি যারা, মোর প্রাণ গলে হারা,

এই কথা রহু মোর বুকে

(৪)

যুগল চরণ সেবা, যুগল চরণ ধ্যেবা,

যুগলেই মনের পিরীতি.

যুগল কিশোর রূপ, কাম রতি গণ ভূপ,

মনে রহু ও-লীলা কি রীতি

(৫)

দশনেতে তৃণ ধরি, হা হা কিশোর কিশোরি,

চরণাব্জে নিবেদন করি

ব্রজ রাজ কুমার শ্যাম, বৃষভানু নন্দিনী নাম,

শ্রী রাধিকা রামা মনোহারী

(৬)

কনক কেতকী রাই, শ্যাম মরকত কাই

দরপ দরপ করু চুর

নটবর শেখরিনী, নটিনীর শিরোমণি

দুঁহু গুণে দুঁহু মন ঝুর

(৭)

শ্রী মুখ সুন্দর বর, হেম নীল কান্তি ধর,

ভাব ভূষণ করু শোভা.

নীল পীত বাস ধর, গৌরী শ্যাম মনোহর,

অন্তরের ভাবে দুহু লোভা

(৮)

আভরণ মণিময়, প্রতি অঙ্গে অভিনয়,

কহে দীন নরোত্তম দাস

নিশি দিশি গুণ গাই, পরম আনন্দ পাই,

মনে মোর এই অভিলাষ

UPDATED: November 12, 2015