Amar Jivan #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ A
Song Name: Amar Jivana
Official Name: Dainya Song 4
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
(১)
আমার জীবন, সদা পাপে রত,
নাহিক পুণ্যের লেষ
পরেরে উদ্বেগ, দিয়াছি যে কত,
দিয়াছি জীবেরে ক্লেশ
(২)
নিজ সুখ লাগি’, পাপে নাহি ডোরি,
দয়া-হীন স্বার্থ-পর
পর-সুখে দুঃখী, সদা মিথ্য-ভাষী,
পর-দুঃখ সুখ-কর
(৩)
আশেষ কামনা, হৃদি মাঝে মোর,
ক্রোধী, দম্ভ-পরায়ণ
মদ-মত্ত সদা, বিষয়ে মোহিত,
হিংসা-গর্ব্ব বিভূষণ
(৪)
নিদ্রালস্য হত, সুকার্য়্যে বিরত,
অকার্য়্যে উদ্যোগী আমি
প্রতিষ্ঠ লাগিয়া, শাঠ্য-আচরণ,
লোভ-হত সদা কামী
(৫)
এ হেন দুর্জ্জন, সজ-জন-বর্জ্জিত,
অপরাধি নিরন্তর
শুভ-কার্য়্য-শূন্য, সদানর্থ-মনাঃ,
নানা দুঃখে জর জর
(৬)
বার্ধক্যে এখন, উপায়-বিহীন,
তা’তে দীন অকিঞ্চন
ভকতিবিনোদ, প্রভুর চরণে,
করে দুঃখ নিবেদন
UPDATED: September 26, 2015