Amar Bolite Prabhu #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ A
Song Name: Amar Bolite Prabhu
Official Name: Atma-Nivedana Song 5
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
‘আমার’ বলিতে প্রভু! আরে কিছু নাই
তুমি-ই আমার মাত্র পিতা-বন্ধু-ভাই
(২)
বন্ধু, দারা, সুত, সুতা-তব দাসী দাস
সেই তো’ সম্বন্ধে সবে আমার প্রয়াস
(৩)
ধন, জন, গৃহ, দার ‘তোমার’ বলিয়া
রখা করি আমি মাত্র সেবক হৈয়া
(৪)
তোমার কার্যের তোরে উপর্জিব ধন
তোমার সংসারে-ব্যয় করিব বহন
(৫)
ভাল-মন্দ নাহি জানি সেবা মাত্র করি
তোমার সংসারে আমি বিষয়-প্রহরী
(৬)
তোমার ইচ্ছায় মোর ইন্দ্রিয়-চালনা
শ্রবন, দর্শন, ঘ্রান, ভোজন-বাসনা
(৭)
নিজ-সুখ লাগি’ কিছু নাহি করি আর
ভকতিবিনোদ বলে, তব সুখ-সার
UPDATED: January 6, 2017