Aham Mama Saba Arthe #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ A
Song Name: Aham Mama Saba Arthe
Official Name: Atma-Nivedana Song 4
Author: Bhaktivinoda Thakura
Book Name: Saranagati
Language: Bengali
LYRICS:
(১)
‘অহং মম’-শব্দ-অর্থে যাহা কিছু হয়
অর্পিলুঙ তোমার পদে, ওহে দয়া-ময়!
(২)
‘আমার’ আমি ত’ নাথ! না রোহিনু আর
এখন হৈনু আমি কেবল তোমার
(৩)
‘আমি’ শব্দে দেহী জীব অহংতা ছাড়িল
ত্বদীয়াভিমান আজি হৃদয়ে পশিল
(৪)
আমার সর্বস্ব-দেহ, গেহ অনুচর
ভাই, বন্ধু, দারা, সুত, দ্রব্য, দ্বার, ঘর
(৫)
সে সব হৈল তব, আমি হৈনু দাস
তোমার গৃহেতে এবে আমি করি বাস
(৬)
তুমি গৃহ-স্বামী, আমি সেবক তোমার
তোমার সুখেতে চেষ্টা এখন আমার
(৭)
স্থূল-লিঙ্গ-দেহে মোর সুকৃত দুষ্কৃত
আর মোর নহে, প্রভু! আমি তো’ নিষ্কৃত
(৮)
তোমার ইচ্ছায় মোর ইচ্ছা মিশাইল
ভকতিবিনোদ আজ আপনে ভুলিল
UPDATED: October 18, 2015