Aha Ki Dekhi Go Badai #
Krsna Kirtana Songs est. 2001 www.kksongs.org
Home ⇒ Song Lyrics ⇒ A
Song Name: Aha Ki Dekhi Go Badai
Official Name: Song 84
Author: Govinda Dasa Kaviraja
Book Name: Padavali (Govinda Dasa Kaviraja)
Language: Bengali
LYRICS:
(১)
আহা কি দেখি গো বডা-ই কদম্বের তলে
তডিত জড়িত যৈছে নব জলধরে
(২)
শ্যামচান্দের উপরে ধবল চান্দের কলা
তাঁহার উপরে শোভে তিমিরের মালা
(৩)
তাঁহার উপরে কিবা ইন্দ্রধনু সাজে
এমন অদ্ভুত রূপ কেবা দেখিযাছে
(৪)
ইন্দ্রধনু জিনিযা সে ভুরূ ধনু-ছটা
গোবিন্দ-দাসের মন করে লটপটা
UPDATED: October 16, 2015